পিরোজপুরের নাজিরপুর উপজেলায় একই দিনে তিনটি মন্দিরে প্রতিমা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
রোববার ভোরে উপজেলার কলারদোয়ানিয়া এলাকায় শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম ও কালি মন্দির, কলারদোয়ানিয়া বাজার সার্বজনীন দুর্গা মন্দির ও শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে এ ভাংচুরের ঘটনা ঘটে।
পিরোজপুরের নাজিরপুরে মন্দিরের প্রতিমা ভাংচুরের অভিযোগে কামরুল ইসলাম সুজন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক কামরুল ইসলাম সুজন (৩০) জেলার স্বরূপকাঠি উপজেলার রাজাবাড়ি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয়রা জানান, আজ (রোববার) ভোরে উপজেলার কলারদোয়ানিয়া বাজারের মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুর করেন সুজন। এরপর কলারদোয়ানিয়া গ্রামে ঢুকে আরও দুইটি মন্দিরের প্রতিমা ভাংচুর করেন তিনি ।
মন্দিরে হামলার অভিযোগে স্থানীয়রা তাকে আটক করে উপজেলার বৈঠাকাটা পুলিশ ফাঁড়িতে খবর দেয়। এরপর পুলিশ সেখান থেকে সুজনকে আটক করে নাজিরপুর থানায় হস্তান্তর করে।
বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।
তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে জানিয়ে নাজিরপুর থানার ওসি মোঃ মুনিরুল ইসলাম মুনির বলেন এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।