প্রথমবারের মতো ইন্দোনেশিয়ার মাটিতে জন্ম নিল একটি দৈত্যাকার পান্ডা শাবক। গত ২৭শে নভেম্বর এই পান্ডা শাবকটির জন্ম হয় এবং তাকে আদর করে ‘রিও’ নামে ডাকা হচ্ছে।
গত রবিবার সংরক্ষণ পার্ক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, নবজাতক পান্ডা শাবকটি সুস্থ ও স্বাভাবিক আছে। শাবকটি শক্তিশালী কণ্ঠস্বর, ভালোভাবে দুধ পান এবং নিয়মিত ওজন বৃদ্ধির মতো সুস্বাস্থ্যের প্রাথমিক লক্ষণ দেখাচ্ছে। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, তার সুস্থতা বজায় রাখতে বিশেষ নজরদারি রাখা হয়েছে।
ওয়েস্ট জাভা প্রদেশের সিসারুয়ার ইন্দোনেশিয়ান সাফারী পার্কে পান্ডা শাবকটির জন্ম হয়। তার মায়ের নাম হু চুন, যার বয়স ১৫ বছর। শাবকটির অফিসিয়াল নাম রাখা হয়েছে সাতরিও উইরাতামা।
পার্ক কর্তৃপক্ষ তার ভিডিও এবং ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যায় নরম লোমশ শাবকটিকে ইনকিউবেটরে রাখা হলেও মায়ের কোলেই সে স্বচ্ছন্দ রয়েছে।
কর্তৃপক্ষ আশা করছে, ইন্দোনেশিয়ার প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা প্রথম পান্ডা শাবক হিসেবে ‘রিও’ সংরক্ষণ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তথ্যসূত্র সাউথ চায়না মর্নিং পোস্ট
ডিবিসি/এমইউএ