বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে যুক্ত হলো আরও একটি নাম-ইতালি। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইতালি ক্রিকেট দল। নেদারল্যান্ডসের হেগে আজ ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের শেষ দিনে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান নিশ্চিত করে প্রথমবার বিশ্বকাপে উঠেছে ইতালি।
আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত হতে যাওয়া বিশ্বকাপে ইউরোপ থেকে জায়গা করেছে নেদারল্যান্ডসও। সব মিলিয়ে এখন পর্যন্ত ১৫টি দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে।
বাছাইয়ের চূড়ান্ত পর্বের মাধ্যমে ইউরোপ থেকে বিশ্বকাপ খেলার সুযোগ ছিল দুটি দলের। গত এক সপ্তাহ ধরে নেদারল্যান্ডসের মাটিতে সে দুটি জায়গার জন্য লড়েছে মোট ৫টি দল। নেদারল্যান্ডস ও ইতালি ছাড়া অন্য তিনটি দল স্কটল্যান্ড, জার্সি ও গার্নসি। শুক্রবার (১১ই জুলাই) বাছাইয়ের শেষ দিনে নেদারল্যান্ডসের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হারে ইতালি। প্রথমে ব্যাট করে ইতালি ৭ উইকেটে ১৩৪ রান তুললে ডাচরা ২০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়।
তবে নেদারল্যান্ডসের কাছে হারলেও নেট রান রেটের কারণে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান নিশ্চিত করে ইতালি। লিগ পদ্ধতির এই বাছাইপর্বে ৪ ম্যাচে সর্বোচ্চ ৬ পয়েন্ট পেয়েছে নেদারল্যান্ডস। ইতালি ও জার্সি দুই দলের পয়েন্টই ৫ করে। তবে ইতালির রান রেট (+০.৬১২) জার্সির (+০.৩০৬) চেয়ে বেশি হওয়ায় তারাই দ্বিতীয় হয়েছে।
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পর এখন পর্যন্ত ২৪টি দল এই টুর্নামেন্টে খেলেছে। ২০২৬ আসরের মাধ্যমে ইতালি হতে যাচ্ছে বিশ্বকাপের ২৫তম দল। আগামী বছরের মার্চ-এপ্রিলে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ইউরোপ থেকে খেলবে মোট চারটি দল। এর মধ্যে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড সর্বশেষ আসরের পারফরম্যান্স এবং আয়ারল্যান্ড র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আগেই জায়গা নিশ্চিত করেছে।
ইতালি ও নেদারল্যান্ডসের আগে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করেছে আমেরিকা অঞ্চল থেকে কানাডা। এখনো বাছাইপর্বের মাধ্যমে ৫টি দলের টিকিট কাটা বাকি। সেপ্টেম্বর-অক্টোবরে জিম্বাবুয়েতে আফ্রিকান অঞ্চলের বাছাই থেকে আসবে ২টি দল, অক্টোবরে ওমানে এশিয়া ও পূর্ব এশিয়া প্যাসিফিকের বাছাই থেকে আসবে বাকি ৩টি দল।
ডিবিসি/কেএলডি