বিবিধ, বিজ্ঞান ও প্রযুক্তি

প্রথমবারের মতো সম্পূর্ণ নতুন ভিনগ্রহের সন্ধান পেয়েছে জেমস ওয়েব টেলিস্কোপ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ১৩ই জুলাই ২০২৫ ০১:০২:৩১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) প্রথমবারের মতো সরাসরি একটি নতুন বহির্গ্রহ (এক্সোপ্ল্যানেট) আবিষ্কার করেছে, যা মহাকাশ জ্ঞানীদের কাছে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

এই আবিষ্কার মহাবিশ্বের প্রাথমিক অবস্থা সম্পর্কে মূল্যবান তথ্য সংগ্রহের পাশাপাশি পরিচিত এক্সোপ্ল্যানেট নিয়ে ওয়েবের গবেষণায় নতুন মাত্রা যোগ করেছে।

 

বিজ্ঞানীরা জানিয়েছেন, ওয়েব টেলিস্কোপ প্রায় ১১০ আলোকবর্ষ দূরে, অ্যান্টলিয়া নক্ষত্রমণ্ডলে অবস্থিত সূর্যের চেয়ে ছোট একটি নক্ষত্রকে প্রদক্ষিণরত একটি তরুণ গ্যাসীয় দৈত্যাকার গ্রহের সরাসরি চিত্র ধারণ করেছে। এই গ্রহটি আমাদের সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনির ভরের প্রায় সমান এবং এটি এখন পর্যন্ত সরাসরি চিত্রিত হওয়া সবচেয়ে কম ভরের বহির্গহ।

 

২০২১ সালে উৎক্ষেপণের পর থেকে জেমস ওয়েব টেলিস্কোপ মহাবিশ্বের আদি অবস্থা সম্পর্কে প্রচুর তথ্য সরবরাহ করেছে এবং আমাদের সৌরজগতের বাইরের বিভিন্ন পরিচিত গ্রহ সম্পর্কে মূল্যবান ডেটা সংগ্রহ করেছে। তবে এই প্রথম, ওয়েব এমন একটি এক্সোপ্ল্যানেট আবিষ্কার করেছে যা পূর্বে অজানা ছিল।

 

তথ্যসূত্র বার্তাসংস্থা রয়টার্স

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন