আন্তর্জাতিক, আরব

প্রথমবার গ্রীষ্মকালে কৃত্রিমভাবে বৃষ্টি ঝরালো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ১০ই আগস্ট ২০২৫ ০৬:১০:৩৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরব প্রথমবারের মতো গ্রীষ্মকালে কৃত্রিম উপায়ে মেঘ থেকে বৃষ্টি ঝরানোর কাজে সফল হয়েছে। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, রিয়াদ শহরের কাছের রুমা নামের একটি মরুভূমি এলাকায় এই পদ্ধতিতে সফলভাবে বৃষ্টিপাত ঘটানো সম্ভব হয়। এটিকে তারা প্রযুক্তির দিক থেকে একটি বড় সাফল্য হিসেবে দেখছে।

জলবায়ু পরিবর্তনের কারণে সৌদি আরবে বৃষ্টিপাত কমে যাচ্ছে এবং পানির সংকট বাড়ছে। তাই বৃষ্টিপাতের পরিমাণ বাড়ানো এবং পানির সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্যই এই বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

 

এই পদ্ধতিতে বিশেষ ধরনের বিমান ব্যবহার করে মেঘের ওপর পরিবেশের জন্য নিরাপদ কিছু উপাদান ছড়িয়ে দেওয়া হয়। এর ফলেই মেঘ থেকে বৃষ্টি ঝরে। বিশেষ প্রশিক্ষণ পাওয়া একটি দল এই কাজটি করে থাকে।

 

রুমা এলাকায় ভালো ফল পাওয়ায় কর্তৃপক্ষ জানিয়েছে যে, এই পদ্ধতিটি ঠিকমতো কাজ করছে। ভবিষ্যতে এটিকে আরও উন্নত করার জন্য নতুন গবেষণা করা হবে। দেশে পানির অভাব মেটানোর বড় একটি পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

সূত্র: সৌদি গেজেট

 

ডিবিসি/এমএআর

আরও পড়ুন