আন্তর্জাতিক রাজনীতিতে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে সোমালিল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে একটি ‘স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল।
শুক্রবার (২৬শে ডিসেম্বর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকে এক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর দপ্তরের ওই বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, প্রধানমন্ত্রী আজ সোমালিল্যান্ড প্রজাতন্ত্রকে একটি পূর্ণাঙ্গ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। এই ঘোষণার মধ্য দিয়ে ইসরায়েল বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিয়ার বিচ্ছিন্ন এই অঞ্চলটিকে একটি স্বতন্ত্র ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে কূটনৈতিক স্বীকৃতি প্রদান করল।
‘হর্ন অব আফ্রিকা’ অঞ্চলে অবস্থিত সোমালিল্যান্ড ১৯৯১ সালে সোমালিয়া থেকে আলাদা হয়ে একতরফাভাবে নিজেদের স্বাধীনতা ঘোষণা করেছিল। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সোমালিয়ার অংশ হিসেবে বিবেচিত হলেও, কার্যত এটি একটি স্বাধীন ভূখণ্ড হিসেবেই পরিচালিত হয়ে আসছে।
সোমালিল্যান্ডের নিজস্ব সরকার ব্যবস্থা, আলাদা মুদ্রা, শক্তিশালী সামরিক বাহিনী এবং কার্যকর গণতান্ত্রিক কাঠামো বিদ্যমান। পার্শ্ববর্তী অঞ্চলগুলোর তুলনায় সোমালিল্যান্ড শান্তি ও স্থিতিশীলতার জন্য বিশেষ পরিচিতি লাভ করেছে। ইসরায়েলের এই স্বীকৃতি সোমালিল্যান্ডের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার পথে একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
তথ্যসূত্র: রয়টার্স।
ডিবিসি/এএমটি