বাংলাদেশ, জেলার সংবাদ, আইন ও কানুন

প্রধানমন্ত্রীকে কটূক্তি, বগুড়ায় বিএনপি নেত্রীর বিরুদ্ধে মামলা

আবু বকর

ডিবিসি নিউজ

রবিবার ২৯শে মে ২০২২ ০৬:৩৪:২৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রধানমন্ত্রীকে কটূক্তি করে বক্তব্য দেয়ার অভিযোগে বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক ও গাবতলী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনির বিরুদ্ধে করেছেন মামালা করেছেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি।

শুক্রবার বিকেলে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখার সময় জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক ও গাবতলী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কটূক্তি করেন।

পরে আজ শনিবার বিএনপি নেত্রীর সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। বিকেলে জেলা ছাত্রলীগ বিএনপি নেত্রী রনির কুশপুত্তলিকা দাহ করে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করে।

 

জেলা আওয়ামী লীগের পক্ষে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানালেও শনিবার রাত ১১টা পর্যন্ত কোন মামলার খবর পাওয়া যায়নি। পরে জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ খান রনি রাতেই গাবতলি মডেল থানায় বিএনপি নেত্রী সুরাইরা জেরিন রনির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

মামল করার পর আওয়ামী লীগ নেতা ফেসবুকে তার ব্যক্তিগত প্রোফাইলে এজহার নামীয় আসামি হিসেবে বিএনপি নেত্রী রনির দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে ছবি পোস্ট করেন।

জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক সুরাইয়া জেরিন রনির ভাইরাল হওয়া প্রায় এক মিনিটের ভিডিওটিতে দেখা যায়, গাবতলি উপজেলা বিএনপির সম্মেলন মঞ্চে নির্ধারিত সময়ে তার বক্তব্য প্রদানের সময় বেগম খালেদা জিয়াকে নিয়ে করা প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রসঙ্গ তুলে ক্ষোভ প্রকাশের এক পর্যায়ে উত্তেজিত এবং আপিত্তিজনক বক্তব্য প্রদান করেন।

 

সে সময় মঞ্চে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লাল, বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশাসহ জেলা ও উপজেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন