বাংলাদেশ, জাতীয়

প্রধানমন্ত্রী দলের প্রধান থাকতে পারবেন না, মত অধিকাংশ দলের

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২২শে জুলাই ২০২৫ ১০:১৭:৪১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি সংসদ নেতাও হতে পারবেন, তবে নিজ রাজনৈতিক দলের প্রধান থাকতে পারবেন না- এমন সংস্কার প্রস্তাবে তিন-চতুর্থাংশ দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

আজ মঙ্গলবার (২২শে জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের বৈঠক শেষে এ কথা জানান তিনি। 

 

অধ্যাপক আলী রীয়াজ আরও জানান, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কীভাবে নিয়োগ হবেন, তা নিয়ে দলগুলোর মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

দলগুলোকে অচলাবস্থা নিরসনে নিজ নিজ ফোরামে আলোচনার অনুরোধ জানানো হয়েছে।

 

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন নিজ নিজ দলের পক্ষে মত তুলে ধরেন। নেতারা আশা প্রকাশ করেন, সংস্কারের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে দ্রুতই ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে।

 

বৈঠকের শুরুতে মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রস্তাব গৃহীত হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

ডিবিসি/ এএমটি

আরও পড়ুন