বাংলাদেশ, জাতীয়

প্রধান উপদেষ্টাকে গুজবে মনোযোগ না দেয়ার আহ্বান সেনাপ্রধানের

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১লা সেপ্টেম্বর ২০২৫ ০৮:১৫:২৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করবেন বলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, সরকারের সকল উদ্যোগ এবং কর্মসূচি সফল করতে গোটা সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। এ ছাড়াও প্রধান উপদেষ্টাকে চারপাশে ছড়িয়ে পড়া গুজবে মনোযোগ না দেয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান।

সোমবার (১লা সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে সেনাপ্রধান এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

 

সাক্ষাৎকালে দেশের বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা এবং আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়।

 

বৈঠকে প্রধান উপদেষ্টা আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ধারাবাহিক অবদানের জন্য ধন্যবাদ জানান। তিনি আসন্ন নির্বাচনকে সামনে রেখে আগামী মাসগুলোতে বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা আরও সুনির্দিষ্ট করার ওপর গুরুত্বারোপ করেন। 

 

প্রধান উপদেষ্টা বলেন, "আমি জাতির কাছে এমন একটি নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ যা ভোটার উপস্থিতি, বৈশ্বিক আস্থা অর্জন এবং গণতন্ত্র ও আইনের শাসনের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করবে।"

 

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাঁর পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি চারপাশে ছড়িয়ে পড়া গুজবে মনোযোগ না দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেন। জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, "সরকারের সকল উদ্যোগ ও কর্মসূচি সফল করতে সমগ্র সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।"

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন