বাংলাদেশ, জাতীয়, রাজনীতি

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রায় দুই ঘণ্টার বৈঠক

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে প্রায় দুই ঘণ্টা পর গুলশানের উদ্দেশ্যে রওনা হন বিএনপির চেয়ারম্যান। এর আগে সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে সপরিবারে যমুনায় প্রবেশ করেন তিনি। দীর্ঘ বৈঠক শেষে রাত ৯টা ১১ মিনিটে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টার বাসভবন ত্যাগ করেন।

 

বৈঠকে দুই নেতার মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিএনপি কিংবা সরকারের প্রেস উইং থেকে রাত ৯টা ২৫ মিনিট পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন