বাংলাদেশ, রাজনীতি

প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের সময় চেয়েছে জামায়াত

বিবিসি বাংলা

ডিবিসি নিউজ

শুক্রবার ২৩শে মে ২০২৫ ১০:৪৭:৪১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করার জন্য সময় চেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। মৌখিকভাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে আগামীকাল শনিবার সন্ধ্যা ছয়টায় দলটিকে সাক্ষাতের সময় দেয়া হয়েছে।

খবর বিবিসি, বাংলা। জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের জানান, চলমান বিষয় নিয়ে আলাপচারিতার জন্য তারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চাচ্ছেন।

 

দলটি মনে করে প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান না। তার চায় অধ্যাপক ইউনূসের নেতৃত্বেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক। এর আগে, উদ্ভূত পরিস্থিতিতে সর্বদলীয় রাজনৈতিক বৈঠকের আহ্বান জানিয়েছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। তার পক্ষ থেকে জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন