জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের অভিযোগ করেছেন, প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, চূড়ান্ত সংস্কার এবং বিচার দৃশ্যমান করার সিদ্ধান্তে পৌঁছানোর আগেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, যা একটি সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীলনকশা।
শুক্রবার (২৯শে আগস্ট) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সেন্ট্রাল মেডিকেল কলেজ মিলনায়তনে এবং চৌদ্দগ্রাম উপজেলার কালিবাজার ইউনিয়ন জামায়াতের ‘নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে’ বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, ‘অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা নিরপেক্ষ থাকবে, সংস্কার করবে, বিচার দৃশ্যমান করবে এবং তারপর নির্বাচন হবে। কিন্তু প্রধান উপদেষ্টা তাঁর ওয়াদা ভঙ্গ করেই নির্বাচনের ঘোষণা করেছেন।’ তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘এর মাঝে বোধহয় তিনি কোনো শক্তির কাছে মাথানত করে পরিকল্পিত নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন।’
নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপের কঠোর সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, ‘প্রধান উপদেষ্টা (মূলত নির্বাচন কমিশন) প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন। এই রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীলনকশা।’
তিনি আরও বলেন, 'ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের কোনো আপত্তি নেই। আমরা ১৫ ফেব্রুয়ারি নির্বাচনের জন্যই প্রস্তুতি নিচ্ছি। কিন্তু সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য কিছু বিষয় যেমন 'জুলাই চার্টার'কে আইনগত ভিত্তি দেওয়া এবং আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির সুরাহা হওয়া জরুরি।' এসব সমাধান না করে তফসিল ঘোষণা করায় তিনি নির্বাচন কমিশনকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ারও আহ্বান জানান।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আব্দুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান এবং স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
ডিবিসি/পিআরএএন