ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। এদিকে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান নিশ্চিত করেছেন যে সরকার নির্বাচনে কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করবে না এবং ভোটাররা নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
শনিবার (৫ই জুলাই) সকালে বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “যখনই সরকার ঘোষণা করবে, তখনই নির্বাচন অনুষ্ঠিত হবে।” তিনি আরও জোর দিয়ে বলেন যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
অন্যদিকে, জামালপুরে এক মতবিনিময় সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান সাংবাদিকদের জানান, আসন্ন নির্বাচনে সরকার কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করবে না। তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, “এবার কোনো ভয় ছাড়াই ভোটাররা ভোট দিতে পারবে।”
ডিবিসি/আরএসএল