বাংলাদেশ, জাতীয়

প্রধান বিচারপতির সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Md Faysal Hasan

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে।

সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে পেরে সম্মানিত বোধ করছেন বলে জানান। বৈঠকে মূলত বিচার বিভাগের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়।

 

উল্লেখ্য, এর আগে গত ১৫ জানুয়ারি নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেছিলেন।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন