বাংলাদেশ, জেলার সংবাদ

নোয়াখালীতে অতিবৃষ্টি: জলাবদ্ধতায় বিপর্যস্ত সাধারণ জনজীবন

নোয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ৯ই জুলাই ২০২৫ ১১:০৭:০০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে ২০৮ মিলিমিটারের রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে, যা জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করেছে। জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার (৮ই জুলাই) ভোর ৬টা থেকে আজ বুধবার (৯ই জুলাই) ভোর ৬টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

টানা বর্ষণের ফলে জেলা শহর মাইজদীর প্রধান সড়কসহ বিভিন্ন সংযোগ রাস্তা, জেলখানা রোড, লক্ষ্মীনারায়ণপুর এবং হরিনারায়ণপুর এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে ছোট যানবাহন ও সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রাস্তার ওপর পানি ওঠায় অনেক ব্যবসায়ী তাদের দোকানপাট খুলতে পারেননি। শহরের কিছু কিছু রাস্তায় জলাবদ্ধতার মধ্যে জাল ফেলে মাছ ধরার দৃশ্যও চোখে পড়েছে।

 

এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলার চারটি উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর চলমান অর্ধবার্ষিকী পরীক্ষা ৯ই ও ১০ই জুলাই পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা শিক্ষা অফিসার।

 

শহরের পাশাপাশি জেলার বেগমগঞ্জ, সেনবাগ, চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। অন্যদিকে, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজার না থাকায় ফেনী ও মুহুরী নদী হয়ে ছোট ফেনী নদীর পানি প্রবেশ করে নিম্নাঞ্চলের বহু বাড়িঘর প্লাবিত হয়েছে। বসুরহাট পৌরসভার বেশ কিছু এলাকাতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সুবর্ণচর উপজেলার অবস্থাও প্রায় একই রকম।

 

শেষ খবর পাওয়া পর্যন্ত নোয়াখালীতে থেমে থেমে বৃষ্টিপাত এখনো চলছে। যা মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তোলার আশঙ্কা হচ্ছে।

 

ডিবিসি/এএনটি

আরও পড়ুন