পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নে নতুন করে ভাঙন দেখা দিয়েছে।
সোমবার (৭ই জুলাই) বিকেলে মাঝিরঘাট এলাকায় পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের অন্তত ১০০ মিটার নদীতে ধসে গেছে। এই ভাঙনে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানসহ পাঁচটি স্থাপনা বিলীন হয়ে গেছে। ভাঙনের ঝুঁকিতে থাকা বসতবাড়িগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দ্রুত ভাঙন রোধে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরেও নাওডোবা এলাকায় পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধের প্রায় ১০০ মিটার ধসে গিয়েছিল। সেই সময় পাউবো ২ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে বাঁধটি পুনর্নির্মাণ করে। তবে গত মাসেই সংস্কার করা এলাকার কিছু অংশসহ প্রায় ২০০ মিটার পদ্মায় বিলীন হয়ে যায়। এক মাসের ব্যবধানে আবারও নতুন করে ধস দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ডিবিসি/আরএসএল