বাংলাদেশ, জাতীয়

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে পোস্টাল ভোট বিডি অ্যাপ উন্মোচন

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ভোটার হওয়ার এবং ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের ভোটার করতে এবং তাদের ভোটদান প্রক্রিয়া সহজ করতে 'পোস্টাল ভোট বিডি' নামে একটি বিশেষ মোবাইল অ্যাপ উন্মোচন করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (১৮ই নভেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন এই অ্যাপের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, প্রবাসীদের ভোটের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি আরও শক্তিশালী হবে।

 

আগামীকাল বুধবার (১৯শে নভেম্বর) থেকেই শুরু হচ্ছে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম। এই অ্যাপের মাধ্যমে শুধু প্রবাসে অবস্থানকারী বাংলাদেশি ভোটাররাই নন, নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি, নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও নিবন্ধনের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

 

এদিকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ৯০৭ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন। ৩১শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের এই চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

এছাড়া এনসিপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে গেজেট প্রকাশ করেছে ইসি। বিষয়টি নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। পাশাপাশি আরও ৭টি দলের নিবন্ধনের বিষয়টি কমিশন পুনঃবিবেচনা করছে।


ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন