আন্তর্জাতিক, আরব

প্রবাসী শ্রমিকদের স্বামী-স্ত্রীকেও কাজের সুযোগ দিবে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৮শে মার্চ ২০২৩ ০১:৫০:৫২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবে কর্মরত প্রবাসীরা এখন থেকে তাদের স্বামী বা স্ত্রীকে দেশটিতে নিয়ে যেতে পারবেন। এমনকি কাজের সুযোগও করে দিতে পারবেন। তবে এক্ষেত্রে সঙ্গীকে অবশ্যই সৌদি সরকারের বেঁধে দেওয়া নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে।

রবিবার সৌদি আরবের ইংরেজি দৈনিক সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সৌদি আরবের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রীকে প্রবাসী শ্রমিকদের সঙ্গী নিয়োগ সংক্রান্ত একটি নীতিমালার অনুমোদন দিয়েছে। সেই নীতিমালায় প্রবাসী কর্মীদের স্বামী-স্ত্রী বা রক্তের সম্পর্ক রয়েছে এমন স্বজনদের সৌদিতে কাজের সুযোগের প্রস্তাব করা হয়েছে।

সৌদি গ্যাজেটের ওই প্রতিবেদনে জানা যায়, প্রবাসীদের স্বামী বা স্ত্রী যারা সৌদি আরবে তাদের সাথে আছেন এবং সেই সাথে প্রবাসী কর্মজীবী নারীদের মাহরামকে (ঘনিষ্ঠ রক্তের আত্মীয়) কিছু শর্তে নিয়োগের অনুমতি দেওয়া হবে।

মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অর্থনৈতিক কার্যক্রম ও বিভিন্ন পেশার সম্প্রসারণের অংশ হিসেবে নতুন এ পদেক্ষপ নেওয়া হয়েছে। এজন্য বিশেষ শর্তগুলো পূরণ করতে পারলেই কেবলমাত্র সঙ্গীদের সৌদি আরবে নেওয়া যাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। তবে তাদের নিয়োগ প্রয়োজনীয় চাকরির শূন্যপদের বিপরীতে হবে। 

এছাড়া সঙ্গী নিয়োগে পেশা বাছাই ও নিয়োগের সব শর্ত পূরণ হচ্ছে কি না তা বিবেচনা করবেন নিয়োগকর্তা। এক্ষেত্রে সঙ্গীকে অবশ্যই সৌদি সরকারের প্রয়োজনীয়তা অনুযায়ী, পেশার নির্ধারিত যোগ্যতা বিবেচনার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সূত্র: সৌদি গ্যাজেট।

ডিবিসি/ এমএলএন

আরও পড়ুন