প্রশংসায় ভাসছে ব্যাচেলর ফুটবল

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

বুধবার ২৩শে নভেম্বর ২০২২ ০৩:১৮:২৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিশেষ নাটক নির্মাণ করেছেন জনপ্রিয় নাট্যনির্মাতা কাজল আরেফিন অমি। নাটকের নাম ‘ব্যাচেলর ফুটবল’।

এতে অভিনয় করেছেন তার জনপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর তারকারা। নাটকে ব্রাজিল ও আর্জেন্টিনা- এই দুটি দলে বিভক্ত হয়ে মাঠে নেমেছিলেন তারকারা।

সোমবার (গতকাল) রাতে এটি ধ্রুব টিভি ইউটিউব চ্যানেলে প্রচার হয়েছে। নাটকটি প্রচারের কয়েক ঘণ্টায় ২৫ লাখ দর্শক দেখেছেন। দশ হাজারের বেশি দর্শক কমেন্ট করেছেন নাটকটি দেখে। প্রায় সব কমেন্টেই দর্শকরা এ নাটকের ভূয়সী প্রশংসা করেছেন।

এর পাশাপাশি দর্শকরা কমেন্টে লিখেছেন, নাটকটি দেখার জন্য অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করেছিলাম। শুধুমাত্র ধ্রুব টিভিতে দেখব বলে ২ দিন আগে রিলিজ হওয়ার পরও দেখি নাই।

‘ব্যাচেলর ফুটবল’ নাটকটিতে ব্রাজিলের নেতৃত্বে দিয়েছেন জিয়াউল হক পলাশ আর আর্জেন্টিনার নেতৃত্বে মিশু সাব্বির। তাদের সঙ্গে ব্রাজিল-আর্জেন্টিনার জার্সি গায়ে খেলতে নেমেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের অন্য অভিনেতারা। আর রেফারির ভূমিকায় ছিলেন নির্মাতা কাজল আরেফিন অমি নিজেই।

বিশেষ এ নাটকেও ছিলেন ব্যাচেলর পয়েন্টের অন্যান্য তারকারাও। মূল চরিত্রগুলোতে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, চাষী আলম, শিমুল শর্মা প্রমুখ।

আরও পড়ুন