বাংলাদেশে আর প্রশাসনিক ক্যু করে নির্বাচনে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ তৈরি হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আগামী নির্বাচনে জনগণ ষড়যন্ত্রকারীদের ‘লাল কার্ড’ দেখাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সিলেটের এক সমাবেশে সমমনা আট দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে তিনি বলেন, কেউ বা কোনো গোষ্ঠী আগামী নির্বাচন বানচালের চেষ্টা করলে তাদের কঠোরভাবে দমন করা হবে।
একই সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম অভিযোগ করেন, চাঁদাবাজরা এখন নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে। তবে দেশের মানুষ এই ষড়যন্ত্র সফল হতে দেবে না বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া সমাবেশে আট দলের নেতারা জুলাই সনদের পক্ষে এবং গণভোটে 'হ্যাঁ' এর পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান। তারা বলেন, যারা জুলাই সনদের বিপক্ষে ক্যাম্পেইন করবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।
ডিবিসি/ এইচএপি