বাংলাদেশ, রাজনীতি

'আওয়ামী দালালদের কাছ থেকে সুবিধা নিয়েছে এনসিপি'

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ২৩শে এপ্রিল ২০২৫ ০৩:৫১:৪১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রশাসনে থাকা আওয়ামী লীগের দালালদের কাছ থেকে সুবিধা নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার(২৩শে এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। গণতন্ত্র ফোরামের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির এ সিনিয়র নেতা আরও বলেন, ‘আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে।' তিনি বলেন, ‘নির্বাচনের বিকল্প শুধু নির্বাচনই হতে পারে।’

 

এদিকে মানিকগঞ্জে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনের পর সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, রুহুল কবির রিজভী। তিনি সাংবাদিকদের বলেন, 'সর্বক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের জবাবদিহিতা থাকা উচিত।' এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মানবেন্দ্র ঘোষের পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেয়া হয়।

 

ডিবিসি/নাসিফ

আরও পড়ুন