বাংলাদেশ, রাজনীতি

প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে: হাসনাত আবদুল্লাহ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ।

বলেন, প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। তারা দ্বিচারিতামূলক আচারণ করছে অভিযোগ তাঁর। আজ শুক্রবার (২রা জানুয়ারি) বিকেলে কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি একথা বলেন। এসময় তিনি আরও বলেন, একজন প্রার্থী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েও শোধ করেননি। এসব তথ্য গোপন করলে প্রার্থিতা বাতিলের বিধান আছে। প্রশাসনের কাছে পর্যাপ্ত তথ্য প্রমাণ ও যুক্তি উপস্থাপন করার পরও তার প্রার্থিতা বাতিল করা হয়নি। এদিকে, হাসানাত আবদুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন