তীব্র শীত ও ভারী বৃষ্টির কারণে গাজা উপত্যকায় বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনি চরম মানবিক বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছেন। ইসরায়েলি হামলায় গাজার অধিকাংশ এলাকা ধ্বংস হয়ে যাওয়ায় বহু পরিবার অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছে, যা এখন প্রাকৃতিক দুর্যোগের মুখে অরক্ষিত। এর মধ্যেই উপত্যকায় প্রবল ঝড়-বৃষ্টিতে একটি ভবন ধসে এক ফিলিস্তিনি নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৮শে ডিসেম্বর) গাজা জুড়ে একটি শক্তিশালী পোলার লো-প্রেশার সিস্টেম আঘাত হানে। প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বহু তাঁবু ও অস্থায়ী আশ্রয়স্থল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাবুগুলোর ভেতরে পানি ঢুকে পড়েছে। খাদ্য, গরম কাপড় ও শীত নিবারণের উপকরণের তীব্র সংকটে পড়েছে বাস্তুচ্যুত মানুষ।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী সোমবার আরও একটি নিম্নচাপ আঘাত হানতে পারে। গাজার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ডিসেম্বর মাসে এ পর্যন্ত শীতজনিত কারণে তিনজন শিশুসহ অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃষ্টির কারণে তাদের রান্নার সরঞ্জামসহ শেষ আশ্রয়টুকুও নষ্ট হয়ে গেছে। রাতভর পানির মধ্যে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে তাদের। মানবিক সংস্থাগুলো জানিয়েছে, প্রয়োজনের তুলনায় সহায়তা একেবারেই অপ্রতুল। অন্যদিকে, চলমান যুদ্ধবিরতির আলোচনা ধীরগতিতে এগোচ্ছে, ফলে শীত ও বৃষ্টির মধ্যে নিরাপদ আশ্রয়ের অভাবে গাজার মানবিক পরিস্থিতি দিন দিন আরও সংকটাপন্ন হয়ে উঠছে।
ডিবিসি/আরএসএল