দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, তাতে উত্তীর্ণ হয়েছের ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী।
বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে ফল প্রকাশ করা হয়েছে বলে নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা শাহাদাত হোসেন।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবারের নিয়োগ পরীক্ষায় মোট আবেদনকারীর মধ্যে ৭৬ শতাংশ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। ফলাফল প্রস্তুত করে আজ রাতে তা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) আপলোড করা হয়। পাশাপাশি নির্বাচিত প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার (SMS) মাধ্যমেও ফল জানিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিয়োগ প্রক্রিয়াটি নির্ভুল ও স্বচ্ছ রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।
ডিবিসি/কেএলডি