বাংলাদেশ, জেলার সংবাদ

প্রার্থিতা ফিরে পেতে হাসনাতের আসনের বিএনপি প্রার্থীর রিট

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার (১৯ জানুয়ারি) তিনি এই রিট দায়ের করেন।

এর আগে রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেন একই আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। ঋণ খেলাপির তথ্য গোপনের অভিযোগে সেই আপিলের শুনানি শেষে গত শনিবার (১৭ জানুয়ারি) কমিশন মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে।

 

অন্যদিকে, হাসনাত আব্দুল্লাহর মনোনয়নপত্র বাতিল চেয়ে গত ৯ জানুয়ারি নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী। শনিবার কমিশন সেই আবেদন নামঞ্জুর করায় হাসনাতের মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়।

 

ঋণ খেলাপির বিষয়ে গত বুধবার (১৪ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালত একটি আদেশ দেন। আদেশে মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। বর্তমান আইনি প্রেক্ষাপটে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না থাকলেও, প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী জানিয়েছেন ভিন্ন তথ্য। আদালতে ব্যাংকের পক্ষে শুনানি করা ব্যারিস্টার বিভূতি তরফদার জানান, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ পুনঃতফসিল করেছেন। তাই রুল নিষ্পত্তি হলে তিনি দ্রুতই ঋণ খেলাপি বাদা থেকে মুক্ত হতে পারবেন। আদালতে অপরপক্ষে শুনানি করেন আইনজীবী সাইফুল্লাহ মামুন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন