আন্তর্জাতিক

প্রায় সব ফিলিস্তিনির ভিসা অনুমোদন স্থগিত যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২রা সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৮:০২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের পাসপোর্টধারী প্রায় সব আবেদনকারীর জন্য ভিজিটর ভিসা দেওয়া কার্যত বন্ধ করে দিয়েছে।

মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, নতুন এই নীতির ফলে ফিলিস্তিনিদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ প্রায় অসম্ভব হয়ে পড়বে। গত ১৮ই আগস্ট পাঠানো এক কূটনৈতিক তারবার্তার বরাতে বিবিসি এই খবর প্রকাশ করেছে।

 

প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, মার্কিন কনস্যুলার কর্মকর্তাদের কাছে পাঠানো ওই নির্দেশনায় অন্যান্য সব দিক থেকে যোগ্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের পাসপোর্টধারী আবেদনকারীদের নন-ইমিগ্র্যান্ট ভিসা প্রত্যাখ্যান করতে বলা হয়েছে। 

 

এর ফলে ব্যবসা, পড়াশোনা বা চিকিৎসার মতো নানা উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে ইচ্ছুক ফিলিস্তিনিরা সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন।

 

মার্কিন পররাষ্ট্র দপ্তর এই নতুন নীতির কথা স্পষ্টভাবে স্বীকার না করলেও এক বিবৃতিতে জানিয়েছে, তারা মার্কিন আইন এবং জাতীয় নিরাপত্তা মেনে পদক্ষেপ গ্রহণ করছে।

 

প্রতিবেদনে আরও উল্লেখ করেছে, প্রতিটি আবেদনকে অতিরিক্ত পর্যালোচনার অধীনে ফেলার এই নির্দেশ কার্যত ফিলিস্তিনিদের ওপর একটি সামগ্রিক ভিসা নিষেধাজ্ঞার শামিল। তবে যেসব ফিলিস্তিনির অন্য কোনো দেশের পাসপোর্ট রয়েছে, তারা এই নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না বলে জানা গেছে।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন