দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহের মাটিতে পা রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় সার্কিট হাউস মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় ভাষণ দেবেন তিনি।
গত ২০০২ সালে সর্বশেষ ময়মনসিংহ সফর করেছিলেন তিনি। প্রিয় নেতার আগমনকে কেন্দ্র করে গোটা জেলায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলা বিএনপির পক্ষ থেকে স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগমের লক্ষ্য নিয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, তৈরি হচ্ছে বিশাল মঞ্চ।
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বর্তমানে বিভাগীয় সফরে রয়েছেন তারেক রহমান। এই সফরের অংশ হিসেবে ২৭শে জানুয়ারি ময়মনসিংহ যাওয়ার পথে গাজীপুরে ধানের শীষের জোরালো প্রচারণা চালাবেন তিনি। এরপর ময়মনসিংহের সার্কিট হাউস মাঠের জনসভায় যোগ দিয়ে বিভাগের ২৪টি আসনের ধানের শীষের প্রার্থীদের জনসাধারণের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন তিনি। দলীয় প্রধানের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাংগঠনিক সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি।
ডিবিসি/কেএলডি