আন্তর্জাতিক

প্রিয় স্ত্রীকে লেখা বিশ্বযুদ্ধের সৈনিকের চিঠি, ৮৫ বছর পর পৌঁছেছিল গন্তব্যে

আন্তর্জাতিক ডেস্ক্

ডিবিসি নিউজ

শনিবার ৯ই আগস্ট ২০২৫ ০১:৩২:০১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

১১০ বছর আগে প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়া এক ব্রিটিশ সৈনিকের লেখা চিঠি, যুদ্ধে অংশ নেয়ার ৮৫ বছর পর তার মেয়ের কাছে পৌঁছেছিল।

চিঠিটি বোতলে ভরে সাগরে ভাসিয়ে দিয়েছিলেন সৈনিকটি। ১৯৯৯ সালে তা খুঁজে পান ব্রিটিশ জেলে স্টিভ গোওয়ান।

 

১৯১৪ সালে সৈনিক থমাস হিউজ তার স্ত্রী এলিজাবেথকে একটি চিঠি লেখেন। এরপর বোতলে ভরে সেটি ইংলিশ চ্যানেলে ভাসিয়ে দেন। 

 

চিঠি লেখার মাত্র দু'দিন পর ২৬ বছর বয়সী থমাস হিউজ ফ্রান্সে যুদ্ধক্ষেত্রে নিহত হন। তার স্ত্রী এলিজাবেথ এবং দুই বছরের মেয়ে এমিলি পরে নিউজিল্যান্ডে চলে যান। এলিজাবেথ মারা যান ১৯৭৯ সালে।

 

১৯৯৯ সালের মার্চ মাসে জেলে স্টিভি গোওয়ান এসেক্স উপকূলে মাছ ধরার সময় বোতলটি খুঁজে পান। বোতলের ভেতরে নীল কালিতে লেখা একটি চিঠি ও একটি ছোট নোট ছিল। 

 

চিঠিতে থমাস তার স্ত্রীকে লিখেছিলেন, "প্রিয় স্ত্রী, আমি এই চিঠিটি এই নৌকায় বসে লিখছি এবং সমুদ্রে ফেলে দিচ্ছি, শুধু এটি তোমার কাছে পৌঁছাবে কিনা তা দেখতে। যদি পৌঁছায়, তবে প্রাপ্তির রসিদ হিসাবে খামের নিচের ডান দিকে তারিখ, সময় এবং তোমার নাম লিখে দিও।"

 

গোওয়ান এবং তার স্ত্রী জ্যান নিউজিল্যান্ডে গিয়ে ৮৬ বছর বয়সী এমিলি ক্রোউহার্স্টকে চিঠিটি হস্তান্তর করেন। এমিলি বলেন, "এই চিঠি পেয়ে আমার জীবনের একটি শূন্যতা পূরণ হয়েছে।" 

 

তিনি আরও বলেন, "আমার বাবা খুবই যত্নশীল মানুষ ছিলেন। চিঠিটি যে তার গন্তব্যে পৌঁছেছে, তা দেখে তিনি খুব গর্বিত হতেন।" গোওয়ান বলেন, "আমি কেবল একজন ডাকপিয়ন হিসেবে চিঠিটি পৌঁছে দিতে পেরে খুব খুশি।"

 

তথ্যসূত্র বিবিসি।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন