কীভাবে প্রস্তাব দেবেন, তা ভেবে পান না অনেকেই। এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। কয়েকটি উপায় অবলম্বন করতে পারেন আপনিও।
মন থেকে অনেক বেশি ভালোবেসে ফেলেছেন একজনকে। কিন্তু কিছুতেই তাকে বলতে পারছেন না মনের কথাগুলো। আর ভালোবাসার মানুষটিকে প্রেমের প্রস্তাব দেয়া নিয়ে তো আর তাড়াহুড়া করা যায় না। সবার চাইতে আলাদা ভাবে, অসাধারণ ভাবে চমকে দিতে ইচ্ছে করে প্রিয় মানুষটিকে। আর ভালোবাসার মানুষটিকে প্রেমের প্রস্তাবটাই এমন ভাবে দিতে হয় যেন সে মুগ্ধ হয়ে যায় এবং প্রস্তাব ফিরিয়ে দিতে না পারে তাই না? প্রেমের প্রস্তাব দেয়া শুনতে যতটা সহজ মনে হয় আসলে ঠিক ততটাই কঠিন। কীভাবে প্রস্তাব দেবেন, কীভাবে মুগ্ধ করবেন প্রিয় মানুষটিকে কিংবা কেমন হবে আপনার প্রস্তাব দেয়ার ধরণ তা নিয়ে ভাবতে ভাবতেই অনেক গুলো সময় পার করে দেয় অনেকেই।
যে স্থানে আপনাদের প্রথম দেখা হয়েছিল, সেখানে নিয়ে যেতে পারেন সঙ্গী । সংক্ষিপ্ত স্মৃতিচারণের পর তাকে প্রেমের প্রস্তাব দিন।
চাইলে আপনার প্রিয় কোনো স্থানেও নিয়ে যেতে পারেন ভালবাসার মানুষকে। সেখানে নিয়েও তাকে প্রপোজ করতে পারেন। খুব বেশি ভিড় নেই কিংবা একেবারে নির্জন এমন স্থানে নিয়ে গিয়ে মনের মানুষকে মনের কথা বলুন।
যদিও এখন আর চিঠির যুগ নেই। তার স্থান দখল করেছে ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ই-মেইলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে আপনি যদি মনের কথা মুখে প্রকাশ করতে না পারেন, তাহলে চিঠির মাধ্যমে সঙ্গীকে নিজের অনুভূতির কথা জানাতে পারেন।
প্রপোজ করতে আজ সঙ্গীকে নিতে পারেন ক্যান্ডেল লাইট ডিনারে। মোমবাতির আলো-আধারি পরিবেশের সঙ্গে রোমান্টিক মিউজিকে আশেপাশের পরিবেশটাও রোমান্টিক মনে হবে।
সিনেমার হিরোর স্টাইলে হাঁটু গেড়ে বসেও আজ প্রপোজ করতে পারেন। তার হাতটা নিন নিজের হাতে, তারপর বলুন মনের কথাটি। এভাবে বসে মনের মানুষকে আংটি পরিয়েও প্রপোজ করতে পারেন।
যদি সম্ভব হয় সমুদ্রের ধারে সঙ্গীকে নিয়ে আজ বেড়িয়ে আসুন। ঠিক সূর্যাস্তের সময় বলে দিন মনের কথা। এই মুহূর্ত চিরদিন স্মরণীয় হয়ে থাকবে দুজনার।
আপনি যদি লেখালেখি পছন্দ করেন কিংবা সাহিত্যপ্রেমী হন তাহলে সঙ্গীকে উৎসর্গ করে লিখতে পারেন একটি প্রেমের কবিতা। এই কবিতার মাধ্যমেই মনের কথা জানান তাকে।
জন্মদিনে প্রিয় মানুষটির মন এমনিতেই অনেক ভালো থাকে। তাই এই দিনটি ভালোবাসার কথা জানানোর জন্য একটি উপযুক্ত দিন। প্রিয় মানুষটির জন্মদিনে তাকে সারপ্রাইজ দেয়ার জন্য উপহার ও ফুল নিয়ে যান। জন্মদিনের শুভেচ্ছা জানানো ও উপহার দেয়ার পর দিনের কোনো একটি সুবিধাজনক সময়ে তাকে ভালোবাসার কথা জানিয়ে দিন। সেই সঙ্গে এটাও বলুন যে তাকে ভালোবাসার কথাগুলো জানানোর জন্য বিশেষ দিন হিসেবে আপনি তার জন্মদিনটিকেই বেছে নিয়েছেন।
আজকাল অনেকেই নিয়মিত এফ.এম. রেডিও শুনে থাকে। আপনার প্রিয় মানুষটির যদি এফ.এম. রেডিও শোনার অভ্যাস থাকে তাহলে তাকে এফ.এম. রেডিও-তেই ভালোবাসার কথাটি জানিয়ে দিতে পারেন। এক্ষেত্রে তার পছন্দের অনুষ্ঠানের সময়সূচি জেনে নিন। এরপর নিশ্চিত হয়ে নিন যে সেই অনুষ্ঠানটি আপনার ভালোবাসার মানুষটি সেই সময়ে শুনছে। এরপর রেডিও প্রোগ্রামের ফোন নম্বরটি জেনে নিয়ে যথা সময়ে ফোন দিন গুছিয়ে বলে দিন মনের কথা গুলো। প্রয়োজনে রেডিও জকির সাহায্য নিতে পারেন।
নিজেদের বিভিন্ন সময়ের ছবি, এসএমএস ও অন্যান্য কিছু স্মৃতি দিয়ে বানিয়ে ফেলুন একটি স্ক্র্যাপবুক। স্ক্র্যাপ বুক বানানোর জন্য একটি স্কেচবুক কিনে নিতে পারেন। এরপর সেটার পাতায় পাতায় ছবি ও স্মৃতিময় জিনিসগুলোকে আঁটকে দিন আঠা দিয়ে। স্ক্র্যাপবুকের সবচাইতে শেষের পাতায় লিখে দিন আপনার ভালোবাসার কথাগুলো।
ভালোবাসার মানুষটিকে চমকে দেয়ার জন্য একটু কষ্ট করতে হলে করে ফেলুন না। প্রিয় মানুষটিকে সারা জীবনের জন্য নিজের করে নেয়ার জন্য প্রেমের প্রস্তাবটাও একটু আলাদা ভাবে দিন। খোলা মাঠে, ছাদে কিংবা ঘরেই মোম বাতি দিয়ে হার্ট আকৃতি তৈরী করুন। এরপর তার মাঝে লাল গোলাপের পাপড়ী ছড়িয়ে দিন। প্রিয় মানুষটিকে সেই স্থানে ডাকুন এবং মোম গুলো জ্বালিয়ে রাখুন। এরপর সে আসলেই বলে দিন আপনার ভালোবাসার কথাগুলো।
কেক খেতে তো সবাই ভালোবাসে। উৎসবে কিংবা উপলক্ষে একটি কেক থাকলে সেটা আরো জমে ওঠে। আর তাই আপনার ভালোবাসা প্রকাশের উপলক্ষটাকেও কেক কেটে উদযাপন করতে পারেন। হঠাৎ করে একদিন বিশাল একটি কেকে আপনার ভালোবাসার কথা লিখে নিয়ে যেতে পারেন প্রিয় মানুষটির কাছে। কেকে লেখা ভালোবাসা প্রকাশের কথাগুলো দেখেই চমকে যাবে আপনার প্রিয় মানুষটি।