ভারতের মধ্যপ্রদেশে পরিবারের অমতে প্রেম করে বিয়ে করার এক বছরের মাথায় শ্বশুরবাড়ির লোকজনের নৃশংস হামলায় প্রাণ হারিয়েছেন ওমপ্রকাশ বাথাম নামে এক যুবক। রাজ্যের গোয়ালিয়র জেলার বেলগড়হা থানা এলাকার হারসি গ্রামে ঘটনাটি ঘটে। প্রায় এক সপ্তাহ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রায় এক বছর আগে ওমপ্রকাশ বাথাম একই গ্রামের বাসিন্দা শিবানী ঝা-কে ভালোবেসে বিয়ে করেন। এই বিয়ে শিবানীর পরিবার মেনে না নেওয়ায়,এই জুটি গ্রাম ছেড়ে ডাবরা শহরে বসবাস শুরু করেন। গত ১৯শে আগস্ট ওমপ্রকাশ তার স্ত্রীকে নিয়ে নিজ গ্রামে ফিরে এলে বিপত্তি ঘটে।
অভিযোগ অনুযায়ী, গ্রামে ফেরার খবর পেয়ে শিবানীর বাবা দ্বারিকা প্রসাদ ঝা, ভাই রাজু ঝা এবং তাদের আত্মীয় ও প্রতিবেশীরা একজোট হয়ে ওমপ্রকাশের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। তাকে নির্মমভাবে প্রহার করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে ওমপ্রকাশের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গোয়ালিয়রের জয়ারোগ্য হাসপাতালে ভর্তি করেন। কিন্তু টানা ছয় দিন চিকিৎসার পরও তার অবস্থার কোনো উন্নতি হয়নি এবং অবশেষে তিনি মারা যান।
তথ্যসূত্র: এনডিটিভি
ডিবিসি/এমএআর