জাতীয়

প্রোপোজ ডে আজ

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

বুধবার ৮ই ফেব্রুয়ারি ২০২৩ ০৭:৩৩:২০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রোজ ডে-র পরই প্রোপোজ ডে। প্রেম নিবেদন করে এই দিনটি বিশেষ করে তুলতে একসঙ্গে ক্যান্ডেল লাইট ডিনারও সারেন অনেকে। এদিন নিজের প্রিয় মানুষটিকে মন খুলে মনের কথা জানান।

ভ্যালেন্টাইনস ডে-এর আগে বিশেষ দিনগুলির মধ্যে দ্বিতীয় দিনটি হল প্রোপোজ ডে। রোজ ডে-এর পরের দিন আজ ৮ই ফেব্রুয়ারি এই বিশেষ দিন। ভালোবাসার মানুষকে এই দিন প্রেমের প্রস্তাব জানানোর দিন। তবে দিনটি পালনের পিছনে রয়েছে একটি সুন্দর ইতিহাস।

সে ইতিহাসের গল্প শুনতে হলে পিছিয়ে যেতে হয় ১৫ শতকের ইউরোপে। ১৪৭৭ সালের ঘটনা। মনে করা হয়, এই দিনেই অস্ট্রিয়ান আর্চডিউক ম্যাক্সিমিলান মেরি অফ বার্গান্ডিকে হীরের আংটি দিয়ে প্রেমের প্রস্তাব জানান।

এর অনেক পরে ১৮১৬ সালের আরেকটি ঘটনাও এই দিনটিকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে। রাজকন্যা শার্লটের সঙ্গে তার হবু স্বামীর বাগদানের অনুষ্ঠান এই দিনেই হয়। তারপর থেকে ভ্যালেন্টাইন সপ্তাহের দ্বিতীয় দিন পালিত হয় প্রোপোজ ডে হিসেবে।

১৯ শতক থেকেই ইউরোপ জুড়ে বেশ জনপ্রিয় হয়ে ওঠে ভ্যালেনটাইনস সপ্তাহের আগের এই বিশেষ দিন। দেখতে দেখতে এখন সময় গড়িয়েছে অনেকটাই। সারা বিশ্ব জুড়েই এখন এই দিনটি বেশ গুরুত্বপূর্ণ প্রেমিক প্রেমিকাদের কাছে।

ভালোবাসার অন্যতম দিন হিসেবে ধরা প্রোপোজ ডে। অনেকের প্রেমের সম্পর্কেই এই দিনটি বিশেষ মাইলস্টোন। এই দিন থেকেই অনেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন। এমনকী দিনটি স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজনও করা হয়।

এছাড়াও আগামী কাল থাকছে চকোলেট ডে। এই দিনটির থিমও কিন্তু দুষ্টু-মিষ্টি ভালোবাসা! আপনি আপনার প্রেমিক/প্রেমিকাকে প্রপোজ করেছেন সে আপনাকে ‘হ্যাঁ’ বলেছে! এই ব্যপারটি উদযাপন করতেই আসলে চকলেট ডে। 

১০ ফেব্রুয়ারি পালন করা হবে টেডি ডে। ভালোবাসার মানুষকে একটি টেডি দেয়ার মানে হলো, আপনি চান এটি আপনার ভালোবাসা কে বিয়ার (বহন করে) করে আপনার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দেবেন। ব্যপারটি সাদা চোখে খুব সাধারণ মনে হলেও আপনার সঙ্গীর কাছে কিন্তু খুবই রোমান্টিক!

১১ ফেব্রুয়ারি প্রমিস ডে বা প্রতিশ্রুতি দিবস। ভ্যালেন্টাইন সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এটি। সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রতিশ্রুতি। নিজেদের সম্পর্ককে আরও মজবুত আঁটসাট করতে এর থেকে ভাল উপহার আর কী হতে পারে।

১২ ফেব্রুয়ারি আলিঙ্গন দিবস বা হাগ ডে। একটু আলিঙ্গন মুহূর্তেই কারো মন ভালো করে দিতে পারে। ভালোবাসা সপ্তাহে আজ প্রিয়জনকে আলিঙ্গনের দিন। আপনার ছোঁয়াই বুঝিয়ে দেবে প্রেমের প্রতি আপনি কতটা বিশ্বস্ত। 

১৩ ফেব্রুয়ারি চুম্বন দিবস বা কিস ডে। একটা চুমুতে ঘুচে যায় সব দূরত্ব। একটা চুমুতেই মিটে যায় সব বিবাদ। আর তাই ভ্যালেনটাইন্স ডে-র আগের এই দিনটা খুব গুরুত্বপূর্ণ।

১৪ ফেব্রুয়ারি প্রেম দিবস বা ভ্যালেন্টাইন্স ডে। এর মূল কথা যে ভালবাসা তা তো আর বলে দিতে হবে না।

আরও পড়ুন