পূর্বাচলে রাজউকের ৩০ কাঠার প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক তিনটি মামলায় শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকসহ মোট ২৩ জনের বিরুদ্ধে আদালতে সাক্ষ্যগ্রহণ চলছে।
ঢাকার চার নম্বর বিশেষ জজ মোহাম্মদ রবিউল আলমের আদালতে আজ বুধবার (১৩ই আগস্ট) মামলার সাক্ষ্য দিচ্ছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন কর্মকর্তা।
মামলাগুলোর আসামিদের মধ্যে রয়েছেন শেখ রেহানা, তার দুই মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক, এবং ছেলে রাদওয়ান সিদ্দিক। এছাড়াও আরও ১৯ জন এই মামলার আসামি।
এর আগে, গত ১১ই আগস্ট প্লট দুর্নীতির আরেকটি মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্য ও অন্যান্য ৪৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন মামলার বাদী দুদকের তিন কর্মকর্তা।
ডিবিসি/আরএসএল