রাজউকের প্লট সংক্রান্ত দুর্নীতির অভিযোগে দায়ের করা পৃথক তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে সকালে এই শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।
আজকের শুনানিতে এই তিন মামলায় মোট ১৫ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করবেন। এর আগে মামলাগুলোর প্রথম দিনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এবং এস এম রাশেদুল হাসান আদালতে সাক্ষ্য দিয়েছিলেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দের অভিযোগে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ৪৭ জনকে আসামি করে পৃথক তিনটি মামলা দায়ের করে দুদক। গত ৩১শে জুলাই একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এই তিন মামলার বিচার শুরুর আদেশ দেন।
ডিবিসি/আরএসএল