বাংলাদেশ, অপরাধ

রাজউকের প্লট দুর্নীতি: শেখ হাসিনা, জয় ও পুতুলের বিচার শুরু

ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৩১শে জুলাই ২০২৫ ১২:১১:০৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর পূর্বাচলে প্লট দুর্নীতি সংক্রান্ত ছয় মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে তিনটি মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১১ই আগস্ট দিন ধার্য করা হয়েছে।

এছাড়া, দুর্নীতির অভিযোগে দায়েরকৃত অপর তিনটি মামলায় শেখ হাসিনার বোন শেখ রেহানা, তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়েছে। এই তিন মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ১৩ই আগস্ট তারিখ নির্ধারণ করেছেন আদালত।

 

এর আগে, চলতি বছরের ১২, ১৩ ও ১৪ই জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) বাদী হয়ে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের অভিযোগে শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্য ও রাজউকের কর্মকর্তাসহ মোট ২৮ জনের বিরুদ্ধে এই ছয়টি মামলা দায়ের করে।

দীর্ঘ তদন্ত শেষে গত ২৫শে মার্চ দুদক আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে শেখ হাসিনাসহ ২৮ জনকেই পলাতক দেখানো হয়েছে।

 

ডিবিসি/আরএসএল 

আরও পড়ুন