বাংলাদেশ, জেলার সংবাদ

ফটিকছড়ির নাজিরহাটের হাসপাতাল সড়কে চরম জনদুর্ভোগ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৫৫ মিনিট আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটের হাসপাতাল সড়কটি। গুরুত্বপূর্ণ এই সড়কটি বর্তমানে খানাখন্দ আর বড় বড় গর্তে ভরে গেছে, ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, রেল ও বাসস্ট্যান্ডসহ অধিকাংশ বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে যাতায়াতের প্রধান মাধ্যম এই সড়কটি। কর্তৃপক্ষের দীর্ঘদিনের অবহেলায় এবং সংস্কার কাজ না হওয়ায় স্থানীয় এলাকাবাসী ও পথচারীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

 

সড়কটির এমন বেহাল দশা নিয়ে ফটিকছড়ি উপজেলার পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম জানিয়েছেন, অগ্রাধিকার ভিত্তিতে সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়া হবে। এছাড়া ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরীও শিগগিরই কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন। এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত এই সড়কটি সংস্কার হলে হাজারো মানুষ দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন