আন্তর্জাতিক, ইউরোপ

ফরাসি প্রেসিডেন্টের বাসভবনে চুরি: প্রায় ৬০ লাখ টাকার রাজকীয় সামগ্রীসহ আটক ৩

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফ্রান্সের রাষ্ট্রপতির সরকারি বাসভবন ‘এলিসি প্যালেস’ থেকে রৌপ্য ও চীনামাটির মহামূল্যবান রাজকীয় সামগ্রী চুরির অভিযোগে এক রাজকীয় ভৃত্য বা ‘সিলভার স্টুয়ার্ড’ এবং তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরি হওয়া এসব সামগ্রীর বাজারমূল্য প্রায় ৬০ লক্ষ টাকা (৪০,০০০ ইউরো), যার অনেকগুলোই ফ্রান্সের জাতীয় ঐতিহ্য হিসেবে স্বীকৃত।

তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্তরা এলিসি প্যালেস থেকে কৌশলে এসব জিনিস চুরি করে ‘ভিন্টেড’-এর মতো অনলাইন নিলাম সাইটে বিক্রির চেষ্টা করছিলেন। প্রাসাদের প্রধান স্টুয়ার্ড জিনিসপত্র নিখোঁজ হওয়ার বিষয়টি লক্ষ্য করলে বিষয়টি সামনে আসে। এরপর প্যারিসের বিখ্যাত ‘সেভরেস ম্যানুফ্যাকচারি’ কারখানার কর্মীরা নিলাম সাইটে তাদের তৈরি কিছু পণ্য শনাক্ত করলে চুরির রহস্য উন্মোচিত হয়।

 

অভিযুক্ত স্টুয়ার্ডের বাড়ি, গাড়ি এবং ব্যক্তিগত লকারে তল্লাশি চালিয়ে প্রায় ১০০টি রাজকীয় বস্তু উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে সেভরেস পোরসেলিন, রেনে লালিক স্ট্যাচুয়েট, ব্যাকারাত শ্যাম্পেন কুপ এবং দামী তামার সসপ্যান। এমনকি তার অনলাইন অ্যাকাউন্টে ফরাসি বিমান বাহিনীর সিলযুক্ত প্লেট এবং সাধারণের নাগালের বাইরে থাকা বিশেষ অ্যাশট্রেও বিক্রির জন্য রাখা ছিল।

 

গত ১৮ ডিসেম্বর অভিযুক্তদের আদালতে হাজির করা হয়। আদালত তাদের বিচারিক নজরদারিতে রাখার নির্দেশ দিয়েছেন এবং একে অপরের সঙ্গে যোগাযোগ ও নিলাম কেন্দ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। আগামী ২৬ ফেব্রুয়ারি এই মামলার চূড়ান্ত বিচার শুরু হবে।

 

সম্প্রতি ফ্রান্সের লুভ্যর মিউজিয়ামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্রে বড় ধরনের চুরির হিড়িক পড়েছে। এর মধ্যে এলিসি প্যালেসের এই ঘটনাটি দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে স্বস্তির বিষয় হলো, খোয়া যাওয়া রাজকীয় সামগ্রীগুলো উদ্ধার করে পুনরায় প্রাসাদে ফেরত পাঠানো হয়েছে।

 

সূত্র: দ্য গার্ডিয়ান

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন