বাংলাদেশ, জেলার সংবাদ

ফরিদপুরের শতকোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ১

ফরিদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে প্রায় শতকোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‍্যাব-১০।

রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার বুড়াইচ মধ্যপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম সাদ্দাম মোল্লা। তিনি ওই এলাকার আকবার মোল্লার ছেলে।

 

র‍্যাব-১০ এর কোম্পানি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, একটি পাচারকারী চক্র মূল্যবান মূর্তি বেচাকেনা করছে। এমন তথ্যের ভিত্তিতে রোববার বিকেলে র‍্যাবের একটি চৌকস দল সাদ্দাম মোল্লার বাড়িতে অভিযান পরিচালনা করে।

 

অভিযানের একপর্যায়ে সন্ধ্যার দিকে সাদ্দামের বাড়ির দক্ষিণ পাশের পুকুর থেকে প্রায় ১২৫ কেজি ওজনের ওই কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। এ সময় মূর্তি পাচারের দায়ে সাদ্দাম মোল্লাকে আটক করতে সক্ষম হয় র‍্যাব।

 

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, আটককৃত আসামিকে আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন