ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন এলাকায় একটি অবৈধ দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে ডুমাইন ইউনিয়নের বাসিন্দা বাদল সরকারের বসত বাড়িতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বাদলের রান্নাঘর থেকে একটি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, ১২ গেজের একটি কার্তুজ এবং অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জাম উদ্ধার করা হয়। যৌথবাহিনীর সূত্রমতে, আটক বাদল সরকার দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে ওয়ার্কশপ স্থাপন করে নিয়মিতভাবে অবৈধ অস্ত্র প্রস্তুত করে আসছিলেন।
অভিযোগ রয়েছে, ফরিদপুরের বিভিন্ন এলাকার স্থানীয় দুর্বৃত্তরা তার কাছ থেকে অস্ত্র সংগ্রহ করে এলাকায় চাঁদাবাজি, ডাকাতি ও নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করত। এর আগে আইনশৃঙ্খলা বাহিনী তাকে কয়েক দফায় আটকের চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল।
সম্প্রতি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ড ও ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা তার কাছে অস্ত্রের কার্যাদেশ দিয়েছিল বলে জানা গেছে, যা নিয়ে স্থানীয় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। অভিযান শেষে আটককৃত ব্যক্তিকে এবং উদ্ধারকৃত সকল অস্ত্র ও সরঞ্জামাদি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিবিসি/আরএসএল