ফরিদপুরে দাবিকৃত চাঁদা না পেয়ে জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমান লিমন ও তার অনুসারীদের বিরুদ্ধে ব্যাপক তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শহরের গোয়ালচামট এলাকার ভাঙ্গা রাস্তার মোড়ে অবস্থিত টেম্পু স্ট্যান্ডে হামলা চালিয়ে অন্তত ১৬টি মাহেন্দ্র ভাঙচুর করা হয়েছে। হামলাকারীদের বেধড়ক মারধরে ৭ জন মাহেন্দ্র চালক গুরুতর আহত হয়েছেন, যাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর মাহেন্দ্র শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক লিয়াকত আলী বাবু মোল্লা জানান, গত ৫ই আগস্ট থেকে যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমান লিমন ও তার সহযোগীরা ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় চলাচলকারী বিভিন্ন পরিবহনের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২৩শে সেপ্টেম্বর) বিকেলে লিমনের সহযোগী শাহিন ও মিন্টু মাহেন্দ্র চালকদের কাছে চাঁদা দাবি করলে তারা দিতে অস্বীকৃতি জানান।
এতে ক্ষিপ্ত হয়ে লিমন ও তার অনুসারীরা লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে আকস্মিকভাবে মাহেন্দ্র স্ট্যান্ডে হামলা চালায়। তারা এলোপাতাড়ি ১৬টি মাহেন্দ্র ভাঙচুর করে এবং বাধা দিতে আসা চালকদের ওপর চড়াও হয়। হামলায় ৭ জন চালক গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরেই লিমন ও তার বাহিনী এলাকায় চাঁদাবাজি, দখলবাজি এবং নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে যুবদল নেতা মাসুদুর রহমান লিমন জানান রাজনৈতিক ভাবে হেয় করার জন্য বিষয়টিতে তাকে জড়ানো হচ্ছে । তিনি এই বিষয়ে কিছুই জানেন না বলেও উল্লেখ করেন।
ডিবিসি/এএমটি