বিবিধ

ফরিদপুরে জাকের পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

শনিবার ৬ই সেপ্টেম্বর ২০২৫ ০৫:২৩:২৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাকের পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

শনিবার (৬ই সেপ্টেম্বর) সকালে লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে নির্বাচনের জন্য দলের সর্বাত্মক প্রস্তুতির কথা ঘোষণা করেছেন দলটির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল।

 

কেন্দ্রীয় অনুষ্ঠানমালার শুরুতে বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ শরীফ পাঠ এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। শান্তির প্রতীক হিসেবে পায়রা ও বেলুন উড়িয়ে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

এর আগে শুক্রবার বাদ মাগরিব ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে বিশ্ব জাকের মঞ্জিলে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার এশার নামাজের পর উপস্থিত নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল।

 

ভাষণে তিনি বলেন, "সরকার নির্বাচন ঘোষণা করেছে। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। কিন্তু যদি নির্বাচন না হয়, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য জাকের পার্টির ২১ লক্ষ নেতাকর্মী ও ৩ কোটি সমর্থক প্রস্তুত রয়েছে।"

 

তিনি আরও ঘোষণা দেন, আগামী ২০শে সেপ্টেম্বর থেকে সারাদেশে প্রতিটি ইউনিয়ন এবং মহানগর ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে দলীয় প্রতীক গোলাপ ফুলের সমর্থনে জনসভা শুরু হবে।

 

অনুষ্ঠানে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমীর ফয়সল বলেন, "জাকের পার্টি সংঘাত, হানাহানি ও রক্তপাতে বিশ্বাস করে না। আমরা সব পথ ও মতের রাজনৈতিক দলকে সম্মান দিয়ে রাজনীতি করেছি এবং ভবিষ্যতেও করব।"

 

শনিবার সকালে জাকের পার্টির প্রতিষ্ঠাতা হযরত মাওলানা খাজা ফরিদপুরী (রহঃ)-এর মাজার জিয়ারত এবং ফাতেহা শরীফ পাঠের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কেন্দ্রীয় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন