বাংলাদেশ, জেলার সংবাদ

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতা অস্ত্রসহ আটক

ফরিদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফরিদপুরের বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে উপজেলা যুবদলের মাহাবুবুর রহমান সজিব নামের এক নেতাকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তিনি বোয়ালমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামে তার নিজ বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার কাছ থেকে একটি পিস্তল, ম্যাগজিন এবং ম্যাগজিনে লোড করা দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌথবাহিনীর অভিযানে অবৈধ পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় অবৈধ অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের আওতাধীন বোয়ালমারী-মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে যৌথবাহিনী এই অভিযান পরিচালনা করে। অভিযানে দ্রুততার সঙ্গে সন্দেহভাজনকে আটক করে তার হেফাজত থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন