বাংলাদেশ, জেলার সংবাদ

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর ব্যানার টানানোর সময় ২ ভাইকে কুপিয়ে জখম

ফরিদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফরিদপুর-১ আসনে এক স্বতন্ত্র প্রার্থীর ব্যানার টানানোর সময় তার সমর্থক দুই ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

বুধবার বিকালে মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের দোস্তরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দু’জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আহতরা হলেন- দোস্তরদিয়া গ্রামের জাহিদ হাসানের দুই ছেলে আবিদ হাসান রনি (২৫) ও আলিফ হাসান (২৩)। তারা ফরিদপুর-১ আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল বাসার খানের সমর্থক বলে জানা গেছে।

 

কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, দুই ভাইয়ের বুক, পেট ও হাতে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে।

 

আহতদের পরিবার অভিযোগ করে বলেন, স্বতন্ত্রপ্রার্থী আবুল বাসারের পক্ষে কাজ করায় তার দুই ছেলের ওপর হামলা চালানো হয়েছে। বুধবার বিকেলে গ্রামের একটি ইটভাটার পাশে আবুল বাসারের লোকজনের সঙ্গে তার ছেলেরা ফুটবল প্রতীকের ব্যানার টানাচ্ছিল। এ সময় বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের সমর্থক ও একই গ্রামের জিহাদ (৩৮) ব্যানার টানাতে বাধা দেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার দুই ছেলেকে কুপিয়ে জখম করা হয়।

 

এদিকে স্বতন্ত্র প্রার্থী আবুল বাসার ফরিদপুর মেডিক্যালে কলেজ হাসপাতালে আহতদের দেখতে এসে সাংবাদিকদেন জানান, হামলাকারীরা বিএনপির সমর্থক। এ সময় তিনি আরো অভিযোগ করেন, এর আগেও তার নেতাকর্মীদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে। আসন্ন নির্বাচন ঘিরে নিজের ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ ৃকরেন তিনি।

 

অন্যদিকে বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার কোনো কর্মী এ ঘটনায় জড়িত নয়। বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে ভোটের প্রচারণা চালাচ্ছে। তারা নিজেরা ঘটনা ঘটিয়ে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন