ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফরিদপুর-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী নামক বাসস্টান্ডে দুটি বাসের মধ্যে সংঘর্ষে ৩ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪০ জন নারী পুরুষ ও শিশু।
আজ বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার পূর্ব সদরদীর কৈডুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ জানান।
দুর্ঘটনায় নিহতরা হলেন, শাহজালাল পরিবহনের চালক পান্নু সর্দার(৫৫)। সে মাদারীপুর সদরের নূর মোহাম্মদের ছেলে। এছাড়াও ওই বাস থেকে আরও অজ্ঞাত ২ জন পুরুষ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ভাঙ্গা হাসপাতালের চত্বর থেকে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী আব্দুল মান্নান বলেন, বিআরটিসির বাসটি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। আর শাহ ফরিদ পরিবহনের বাসটি মাদারীপুর থেকে ফরিদপুর যাচ্ছিল। পথে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। তিনজনই শাহ ফরিদ পরিবহনের যাত্রী। এ ছাড়াও আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।
ভাঙ্গা ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল আনাম জানায়, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে মরদেহ উদ্ধারের কাজ শুরু করে। মুখোমুখি সংঘর্ষ দুটি বাসের সামনের অংশ একটি অপরটির ভেতরে ঢুকে গেছে। রাস্তার দুই পাশে শত শত গাড়ি আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনা কবলিত বাস দুটিকে উদ্ধারের পর যানজট নিরসন হয়। আহতদের ভাঙ্গা ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছেন।
ডিবিসি/ এইচএপি