খেলাধুলা, ক্রিকেট

ফাইনাল কখন শুরু হলে কত ওভারের হবে, আইপিএলের নিয়মে কী রয়েছে

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

সোমবার ২৯শে মে ২০২৩ ০৪:৫১:৪০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আহমেদাবাদে আইপিএল এর ফাইনাল ম্যাচ বৃষ্টির জেরে এখনও খেলা শুরু হয়নি। কখন খেলা শুরু হবে তা নিয়ে সংশয় রয়েছে। কিন্তু যদি খেলা হয়, তা হলেও নির্দিষ্ট সময়ের পরে কমে যাবে ওভার। এ বিষয়ে কী বলছে আইপিএলের নিয়ম?

বৃষ্টির জেরে সময়ে শুরু হল না আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স ম্যাচ। মাঝে কিছু ক্ষণ বৃষ্টি থেমেছিল। কভারও সরেছিল। মাঠ শুকনো করার কাজ শুরু করেছিলেন মাঠকর্মীরা। কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে। যদি ৯.৩৫ মিনিটের আগে খেলা শুরু না করা যায় তা হলে ওভার কমতে শুরু করবে। যতটা সময় নষ্ট হবে তত ওভার কমবে। তারও একটা নিয়ম রয়েছে।

যদি ৯.৩৫ মিনিটের মধ্যে খেলা শুরু হয়, তা হলে দু’দলই ২০ ওভার করে খেলবে। অর্থাৎ, পুরো ৪০ ওভার খেলার হবে। কোনও ওভার নষ্ট হবে না।

 

যদি ৯.৪৫ মিনিটে খেলা শুরু হয় তা হলে দু’দল ১৯ ওভার করে খেলবে। ১ ওভার করে কমবে। অর্থাৎ, ৩৮ ওভারের খেলা হবে। যদি ১০.৩০ মিনিটে খেলা শুরু হয় তা হলে দু’দল ১৫ ওভার করে খেলবে। অর্থাৎ, ৩০ ওভারের খেলা হবে। ১০ ওভারের খেলা নষ্ট হবে। যদি ১১.০০ মিনিটে খেলা শুরু হয় তা হলে দু’দল ১২ ওভার করে খেলবে। দু’ইনিংসে ৮ ওভার করে নষ্ট হবে। সে ক্ষেত্রে মোট ২৪ ওভারের খেলা হবে।

 

যদি ১১.৩০ মিনিটে খেলা শুরু হয় তা হলে দু’দলই ৯ ওভার করে খেলবে। অর্থাৎ, ১৮ ওভারের খেলা হবে। ২২ ওভারের খেলা নষ্ট হবে। যদি ১২.০৬ মিনিটের মধ্যে খেলা শুরু করা যায় তা হলে দু’দল ৫ ওভার করে খেলবে। অর্থাৎ ১০ ওভারের খেলা হবে। কিন্তু ১২.০৬ মিনিটের মধ্যে খেলা শুরু না করা গেলে রবিবার আর খেলা হবে না। সোমবার আবার শুরু হবে আইপিএলের ফাইনাল।

 

সূত্র: আনন্দবাজার।

আরও পড়ুন