গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ফায়ার সার্ভিস কর্মী শামীম আহমেদের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২৩শে সেপ্টেম্বর) এক শোকবার্তায় তিনি প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ফায়ার ফাইটাররা নিজেদের জীবন বাজি রেখে অন্যের জীবন ও সম্পদ রক্ষা করেন। শামীম আহমেদসহ অগ্নিনির্বাপক কর্মীরা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সকলের জন্য অনুসরণীয় হয়ে থাকবে। জাতি তাদের এই মহান আত্মত্যাগ ও অবদানকে চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
তিনি এই ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অপর চারজন ফায়ার সার্ভিস কর্মী এবং একজন স্থানীয় তরুণের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
উল্লেখ্য, সোমবার (২২শে সেপ্টেম্বর, ২০২৫) টঙ্গীর সাহারা মার্কেটে অবস্থিত একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে ফায়ার ফাইটার শামীম আহমেদ (৪২) শতভাগ দগ্ধ হন। গুরুতর অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এই ঘটনায় এখনো চিকিৎসাধীন রয়েছেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহিন আলম, ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (৩৫), ফায়ার ফাইটার নূরুল হুদা (৪০) ও জয় হাসান (২৪) এবং স্থানীয় দোকানি আল-আমিন বাবু (২২)। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
ডিবিসি/এএমটি