বিনোদন, বলিউড

'ফারাজ' নামে বলিউডে সিনেমা নির্মাণ বন্ধে লিগ্যাল নোটিশ

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শুক্রবার ১৩ই আগস্ট ২০২১ ০৬:৩৬:৫৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনা নিয়ে 'ফারাজ' নামে বলিউডে সিনেমা নির্মাণ বন্ধের জন্য বাংলাদেশের অবিন্তা কবির ফাউন্ডেশন এর পক্ষে আইনি নোটিশ পাঠিয়েছে ল ফার্ম লিগ্যাল কাউন্সিল।

সোমবার লিগ্যাল কাউন্সিলের পক্ষ থেকে টি-সিরিজ, হানসাল মেহেতা এবং অনুভব সিনহাকে নোটিশটি পাঠানো হয় বলে জানানো হয় এক প্রেস বিজ্ঞপ্তিতে। এ নিয়ে আজ বিকেলে সংবাদ সম্মেলন করবে প্রতিষ্ঠানটি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হলি আর্টিজান হামলায় রুবা আহমেদ তার একমাত্র সন্তান অবিন্তা কবিরকে হারিয়েছেন। তিনি চান না এই ঘটনা থেকে কোনো কন্টেন্ট নির্মাণ হোক। কারণ, এটি তাকে তার মেয়ের কষ্টদায়ক স্মৃতিকে বারবার জাগিয়ে তুলবে।

এছাড়া বলা হয়, এটি বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবে। এছাড়া সিনেমা নির্মাণের আগে ভুক্তভোগী পরিবারের কোনো অনুমতি নেয়া হয়নি।  

২০১৬ সালের পহেলা জুলাই হলি আর্টিজানে ভয়াবহ জঙ্গি হামলা হয়। হামলায় নিহত ২০ বছরের বাংলাদেশি তরুণ ফারাজ আহমেদের নামেই সিনেমার নামকরণ করা হয়েছে। 

আরও পড়ুন