বাংলাদেশ, রাজধানী

ফার্মগেটে নিহত আবুল কালামের বাড়িতে শোকের মাতম

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ২৬শে অক্টোবর ২০২৫ ০৬:২৬:৫২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম আজাদ নামে এক পথচারী নিহত হয়েছেন। ব্যবসার কাজে তিনি নারায়ণগঞ্জ থেকে ফার্মগেট গিয়েছিলেন। মেট্রোরেল স্টেশনের কাছে একটি পিলারের বিয়ারিং প্যাড তার ওপর খুলে পড়লে তিনি মারা যান।

নিহত আবুল কালাম আজাদের বাড়ি শরীয়তপুরের নড়িয়ার ঈশ্বরকাঠিতে। তার মৃত্যুর খবরে গ্রামের বাড়িতে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। তার স্ত্রী মূর্ছা যাচ্ছেন এবং স্বজনরা ভেঙে পড়েছেন। আবুল কালাম আজাদের চার বছর বয়সী একটি ছেলে ও দুই বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।

 

এদিকে, এই ঘটনায় ত্রুটি ও দায়ী খুঁজতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা সহায়তার ঘোষণা দিয়েছেন একজন উপদেষ্টা।


ডিবিসি/আরএসএল

আরও পড়ুন