ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে প্রমাণিত হওয়ায় শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ব্যাটার মিনহাজুল আবেদীন সাব্বিরের বিরুদ্ধে সব ধরনের ক্রিকেট থেকে কমপক্ষে পাঁচ বছরের নিষেধাজ্ঞা জারির সুপারিশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যান্টি-করাপশন ইউনিট (আকু)।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সবশেষ আসরে একটি বিতর্কিত আউট নিয়ে যে সমালোচনার ঝড় উঠেছিল, তার তদন্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। গত আসরে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে একটি ম্যাচের শেষদিকে শাইনপুকুরের জয়ের জন্য যখন মাত্র ৬ রান প্রয়োজন, তখন মিনহাজুল সাব্বিরের একটি আউট নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। টেলিভিশন ফুটেজে দেখা যায়, স্টাম্পিং থেকে বাঁচতে ক্রিজের ভেতরে ব্যাট রাখার সুযোগ পেয়েও তিনি ইচ্ছাকৃতভাবে ব্যাট তুলে নেন এবং আউট হন। ওই ঘটনায় শাইনপুকুর ম্যাচটি হেরে যায়।
ঘটনাটি ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে বিসিবি তাদের জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে আকুকে তদন্তের নির্দেশ দেয়। কয়েক মাসের দীর্ঘ তদন্ত শেষে আকু তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
তদন্তে জানা গেছে, মিনহাজুল সাব্বির একজন সন্দেহভাজন বুকির (বাজিকর) সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং সেই তথ্য বোর্ডকে জানাননি। এটি বিসিবির দুর্নীতিবিরোধী কোডের একাধিক ধারার সুস্পষ্ট লঙ্ঘন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই আকু সাব্বিরের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।
ডিবিসি/এফএইচআর