ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ আটের লড়াই শুরু আজ। প্রথম কোয়ার্টার ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে সৌদি ক্লাব আল হিলাল। ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত ১টায়।
গ্রুপ এফ থেকে রানার্সআপ হয়ে নকআউটে ওঠে ফ্লুমিনেন্স। ক্লাব বিশ্বকাপের চলতি আসরে ব্রাজিলিয়ান ক্লাবগুলো একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে, যার প্রমাণ ফ্লুমিনেন্স। রাউন্ড অব সিক্সটিনে ২-০ গোলের জয়ে বিদায় করেছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে।
থিয়াগো সিলভার নেতৃত্বে দারুণ উজ্জীবিত ব্রাজিলিয়ান ক্লাবটি।অপরদিকে চলতি মৌসুমের অন্যতম বড় আপসেট ঘটিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সৌদি ক্লাব আল হিলাল। শেষ ষোলর রুদ্ধশ্বাস লড়াইয়ে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়েছে সিমোনে ইনযাগির শিষ্যরা।
প্রথম কোয়ার্টার ফাইনাল দুই জায়ান্ট কিলারের জমজমাট লড়াইয়ের আভাস দিচ্ছে। নিচে দেখে নিন সূচি-
কোয়ার্টার ফাইনাল-
৪ঠা জুলাই শুক্রবার
ফ্লুমিনেন্স বনাম আল হিলাল – বাংলাদেশ সময় রাত ১টা
পালমেইরাস বনাম চেলসি – সকাল ৭টা
৫ই জুলাই শনিবার
পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ – রাত ১০টা
রিয়াল মাদ্রিদ বনাম বরুশিয়া ডর্টমুন্ড – রাত ২টা
সেমিফাইনাল-
৮ই জুলাই মঙ্গলবার রাত ১টা ও ৯ই জুলাই বুধবার রাত ১টা
ফাইনাল-
১৩ই জুলাই রবিবার রাত ১টা, মেটলাইফ স্টেডিয়াম
ডিবিসি/ এইচএপি