খেলাধুলা, ফুটবল

ফিফা বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৭শে জুলাই ২০২৩ ০৬:২৯:৫৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফিফা বিশ্বকাপ ২০২৬ বাছাইয়ের প্রথম পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। আগামী ১২ অক্টোবর মালদ্বীপে অ্যাওয়ে ও ১৭ অক্টোবর বাংলাদেশে হোম ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে জিততে পারলে মূল বাছাই পর্বে খেলতে পারবে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদরদপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে ড্র অনুষ্ঠিত হয়। বিশ্বকাপ ও এশিয়া কাপ যৌথ বাছাইয়ের ড্রতে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ হয়েছে মালদ্বীপ।

এশিয়া থেকে আসন্ন বিশ্বকাপে আটটি দল বাছাই থেকে সরাসরি এবং একটি দল প্লে-অফের মাধ্যমে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সুযোগ পাবে। সবমিলিয়ে এই বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮টি দল।

মালদ্বীপ ফিফা র‍্যাংকিংয়ের ১৫৫তম স্থানে আছে। আর বাংলাদেশের অবস্থান ১৮৯। তবে সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ৩-১ গোলে হারানোর সুখস্মৃতি আছে জামাল ভুঁইয়াদের। তাই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার দারুণ সুযোগ বাংলাদেশের সামনে। ১২ অক্টোবর প্রথম লেগ হবে মালদ্বীপের মাঠে এরপর ১৭ অক্টোবর ফিরতি লেগ হবে বাংলাদেশে।

এবার  এশিয়ার ৪৬টি দেশ বাছাইয়ে অংশ নিচ্ছে। ২০ জুলাই সর্বশেষ ফিফা র‌্যাংকিংয়ে এশিয়ার সর্বনিন্ম ২০টি দল রাউন্ড-১ এ অংশগ্রহণ করছে। এই দশ ম্যাচের জয়ী দল বাকি ২৬ দলের সঙ্গে রাউন্ড-২ এ যোগ দেবে। ৩৬ দল নিয়ে ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের জুন মাসের মধ্যে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে গ্রুপের খেলাগুলো অনুষ্ঠিত হবে। নয় গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল তৃতীয় পর্বের জন্য উত্তীর্ণ হবে।

তৃতীয় পর্বের ১৮ দল তিন গ্রুপে ভাগ হয়ে খেলবে। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। এশিয়ার অবশিষ্ট দুই সরাসরি কোটা চতুর্থ রাউন্ডে নিষ্পত্তি হবে এবং আরেকটি কোটার জন্য আন্তঃমহাদেশীয় প্লে অফ হবে।

আরও পড়ুন